বান্দরবান – নীলগিরি – থানচি – রেমাক্রি – নাফাখুম – জলপ্রপাত – স্বর্ণ-মন্দির

বান্দরবান – নীলগিরি – থানচি – রেমাক্রি – নাফাখুম – জলপ্রপাত – স্বর্ণ-মন্দির
আমাদের ভ্রমন টা ছিল ২ দিন এক রাতের । ঢাকা থেকে ৯ মে ২০১৮ রাত ১০.১৫ মিনিট এ পান্থপথ থেকে বান্দরবান এর উদ্দেশে আমরা ১০ জন বন্ধু যাত্রা শুরু করি । বান্ধরবান শহরে সকাল ৭ টার কিছু পরে বাস থেকে নামি । বাস থেকে নেমেই পাশের একটি হোটেল এ দ্রুত সবাই ফ্রেশ হয়ে নাস্তা করে ঢাকায় ফিরার অগ্রিম টিকেট কেটে ফেলি । এর পর নীলগিরি হয়ে থানচি যাবার জন্য চাঁদের গাড়ি ভাড়া করা হয় । আমাদের উদ্দেশ্য ছিল বিকেল ৫ টার মধ্যে থানচি হয়ে রেমাক্রি যাব । বান্দরবান থেকে প্রথমে নীলগিরি তে আমরা নামি এক ঘণ্টার মত সময় নীলগিরি তে থেকে থানচির উদ্দেশে যাত্রা শুরু করি। বান্দরবান থেকে নীলগিরি হয়ে থানচি পৌছাইতে আমাদের ৪ ঘণ্টার মত সময় লাগে । থানচি পৌঁছানোর পর আমাদের আগে থেকেই ঠিক করে রাখা গাইড কে ফোন দেই , গাইড আসার পরে আমাদের পাশের একটি হোটেল এ নিয়ে যায়। এর পর ২ টা ফরম পুরন করার জন্য দেয় যেটার মাধ্যমে পুলিশ এর অনুমতি নিতে হবে । পুলিশ এর অনুমতি পেতে অবশ্যই জাতীয় পরিচর পত্র অথবা জন্মসনদ অবথা ছবিযুক্ত যেকোনো আইডি কার্ডের ফটোকপি সাথে করে নিয়ে যাইতে হবে । ফরম পুরন শেষে আমরা দুপুরের খাবার শেষ করেই থানচি থানায় যাই গাইড সহ, সেখানে পুলিশ এর অনুমতি নিয়ে এর পর যাই বিজিবি এর অনুমতি নিতে। বিজিবির অনুমতি শেষ এ আমরা নৌকায় সাঙ্গু নদী দিয়ে রেমাক্রি এর উদ্দেশে যাত্রা শুরু করি, নৌকা গাইড ঠিক করে রেখেছিল । এর পর মূল সৌন্দর্য দেখা শুরু দুই পাশে বিশাল পাহাড় এর মাঝে নদী, নদীর দুই পাশে বড় বড় পাথর, রাজা পাথর, রানী পাথর এর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে বিকেল ৫ টার কিছু পূর্বে আমরা রেমাক্রি পৌছাই । গাইড আগে থেকেই থাকার জন্য কটেজ ঠিক করে রেখেছিল, আমরা সেখানে আমাদের ব্যাগ রেখেই একটু নিজেদের মত ফ্রেশ হয়ে পাশেই অবস্থিত রেমাক্রি জলপ্রপাত এ গোছল ও বিকেলটা কাটানোর জন্য যাই, সন্ধ্যা পর্যন্ত রেমাক্রি জলপ্রপাত এ অবস্থান এর পর কটেজ এ ফিরে এসে ফ্রেশ হয়ে রেমাক্রি বাজার এ চা – নাস্তা খেতে যাই, সেখানে আড্ডা দিয়ে রাতের খাবার খেতে যাই, রাতের খাবার কি খাব আমরা সেটা আগেই গাইড কে বলে দিয়েছিলাম, বাকি কাজ গাইড করেছে 🙂 আমরা খাওয়া দাওয়া শেষ করে কটেজ এ ফিরে আসলাম, এর পর মানে আমাদের দ্বিতীয় দিন এর লক্ষ সকাল ৫ টায় বের হব নাফাখুম এর উদ্দেশে । পর দিন সকাল ৫ টার কিছু পড়ে নতুন গাইড সহ নাফাখুম জলপ্রপাত এর উদ্দেশে যাত্রা শুরু করি, নতুন গাইড কে ও ঠিক করেছে থানচি থেকে আসা আমাদের পুরনো গাইড হারুন ভাই । সকালের নাস্তা আমরা নাফাখুম যাবার পথেই একটা ছোট্ট দোকানে করেছিলাম । ২ ঘণ্টা ঝিরি পথ অতিক্রম করার পর নাফাখুম জলপ্রপাত এ পৌছাই 🙂 🙂 এক ঘণ্টার কিছু বেশি সময় সেখানে থেকে আবার রেমাক্রি এর উদ্দেশে দ্রুত যাত্রা শুরু করি, এর পরের লক্ষ থানচি হয়ে বান্দরবান স্বর্ণ মন্দির ও নীলাচল দেখব । রেমাক্রি কটেজ এ এসে নিজেদের ব্যাগ ও যাবতীয় জিনিষ নিয়ে সব টাকা পরিশোধ করে থানচি এর উদ্দেশে যাত্রা শুরু করি নৌকায় ২ ঘণ্টা সময় লাগে থানচি পৌছাইতে এর পর হোটেল এ গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার শেষ করে গাইড ও নৌকার টাকা পরিশোধ করে চাঁদের গাড়ি ভাড়া করে বান্দরবান স্বর্ণ মন্দির ও নীলাচল এর উদ্দেশে যাত্রা শুরু করি, সময় সল্পতায় নীলাচল যাবার সুযোগ হয় নি আমাদের, স্বর্ণ মন্দির সন্ধ্যা পর্যন্ত থেকে আমরা বাস কাউন্টার এ চলে আসি, এর পর হালকা নাস্তা করে রাত ৮.৩০ এর বাস এ ঢাকায় ফেরার উদ্দেশে যাত্রা শুরু করি।

বিঃদ্রঃ থানচি, রেমাক্রি এর মানুষ অনেক ভালো । তাদের সাথে ভাল ব্যবহার বজায় রাখবো এবং ময়লাগুলো (চিপসের প্যাকেট, পানির বোতল বা অন্য ময়লা )যেখানে-সেখানে না ফেলে একসাথে জমা করে নির্দিষ্ট স্থানে ফেলবো। আমাদের চারপাশের পরিবেশকে সুন্দর রাখবো এবং অন্যকে এই বিষয়ে সচেতন করবো।