আজকের প্রজ্ঞাপনসহ এপর্যন্ত পাওয়া তথ্যের সারমর্ম

সর্বশেষ আপডেট: আজকের জারিকৃত প্রজ্ঞাপনসহ এপর্যন্ত পাওয়া তথ্যের সারমর্ম (জনস্বার্থে, একসাথে সহজে বোঝার জন্য):

🔺সরকার ঘোষিত সাধারন ছুটি ১৬ মে, ২০২০ পর্যন্ত বর্ধিত।
🔸 সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বানিজ্যিক দোকানপাট, মার্কেট এবং শপিংমল খোলা থাকবে (ঈদ পর্যন্ত- সীমিত আকারে)।
🔹 জরুরি সেবাসমূহ, পন্য পরিবহন, ঔষধ, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি যা যা আছে সব যথারীতি চালু থাকবে।
🔹 স্থল, নদী ও সমুদ্র বন্দরসমূহ খোলা থাকবে (পন্য পরিবহন ও খালাসের জন্য)। এছাড়া স্থল ও নদীপথে জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পন্য পরিবহনের ভেহিক্যালস ও ভেসেলস চলবে (যাত্রী পরিবহন নিষিদ্ধ)।
🔸 দেশব্যাপী গণপরিবহন ও রাইডশেয়ারিং বন্ধ থাকছে। সীমিত ব্যক্তিগত যানবাহন (জরুরি কারন দর্শানো ও প্রমান সাপেক্ষে), নদী পারাপারের ফেরিসমূহ যেভাবে চলছে, সেভাবেই চলবে।
🔹 রপ্তানীমুখি শিল্প কারখানা (যেমন-গার্মেন্টস) সহ সকল উৎপাদনমুখী কারখানা শ্রমিকদের স্বাস্থবিধি নিশ্চিত করে খোলা/ চালু রাখতে পারবে।
🔹 সকল মন্ত্রণালয়ের জরুরি অফিসসমূহ খোলা থাকবে। এব্যাপারে প্রত্যেক মন্ত্রণালয় নিজ নিজ কর্মপন্থা ঠিক করবে (নির্দিষ্ট স্বাস্থবিধি মেনে )। প্রয়োজনে জরুরি সেবার সাথে সম্পর্কিত বেসরকারি অফিসমূহ খোলা রাখা যেতে পারে।
🔹 ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো নির্দিষ্ট সময় খোলা থাকবে (পরবর্তী বাংলাদেশ ব্যাংক ঠিক করবে)।
🔹 মসজিদ সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয় যথারীতি বাইরের মুসল্লী/ প্রার্থনাকারীদের জন্য বন্ধ থাকছে।
🔹 সকল শিক্ষাপ্রতিষ্ঠান যথারীতি বন্ধ থাকছে।
🔸 এছাড়া বিকেল ৪ টার পর ওষুধের দোকান ছাড়া পাড়া-মহল্লার অন্যান্য দোকানপাট বন্ধ করা, নির্দিষ্ট সময় কাচাবাজার ও সুপারশপ সমূহ খোলা রাখা, ইফতার বিক্রির জন্য রেস্তোরাঁ সমূহ খোলা রাখা, রাত ৮ টার পর জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া, লকডাউন এলাকাসমূহে ইন-আউট চলাচলের নিষেধাজ্ঞা সহ অন্যান্য যা যা নির্দেশ চলমান আছে, সেসব যথারীতি বলবত থাকবে (পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত)।
🔹 এই ছুটিসহ ঈদের ছুটিতে কাউকে নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ/ পরামর্শ দেয়া হয়েছে।

সবাই স্বাস্থবিধি ও শারীরিক দূরত্ব মেনে চলুন, সুস্থ থাকুন, ভালো থাকুন