৩টি সিম্পল স্টেপে ঘুরে আসুন টাংগুয়ার হাওর

১। ঢাকা থেকে সুনামগঞ্জের বাসে পুরাতন বাসস্ট্যান্ড। ভাড়া ৫৫০/-
২। পুরাতন বাসস্ট্যান্ড থেকে ৫মিনিট হাটার রাস্তা ঘাট পর্যন্ত। সেখান থেকে নৌকা নিয়ে জার্নি শুরু। নৌকা ভাড়া ৮০০০/- টাকা।
৩। নৌকা সব স্পট ঘুরিয়ে পরদিন সন্ধায় ঘাটে নামিয়ে দিবে। ঘাট থেকে বাসস্ট্যান্ড আবারও টিকিট কেটে ৫৫০/- ভাড়া ঢাকা গামি বাস।

এভাবে আমাদের ৮জন এর প্রায় ২৯০০/- খরচ হয়েছিল।
বিঃদ্রঃ
১। নৌকায় উঠার আগে বাজার করে নিবেন। মুরগি মাছ এগুলো প্রতিবেলায় বিভিন্ন ঘাট থেকে কিনতে পারবেন।
২। নৌকায় টয়লেট খুব সুভিধার না। আমরা কেউ বেবহার করতে পারিনি।

আর কমে করা সম্ভব তবে এই সিস্টেম এ ঘুরলে কোন রকম ঝামেলা এবং বারতি পরিস্রম ছাড়াই সব স্পট ঘুরতে পারবেন।

টাংগুয়ার হাওর কোন প্রকার সন্দেহ ছাড়াই বাংলাদেশের সব চেয়ে সুন্দর গ্রাম। তাই কন প্রকার ময়লা আবর্যনা ফেলে পরিবেশটিকে নোংরা করবেন না।

ট্রাভেলিং হোক শুভ