একদিনে টাংগুয়ার হাওর, বারিক্কা টিলা,টেকের ঘাট ও জাদুকাটা নদী

এই বর্ষাতে ঘুরে আসতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি সুনামগঞ্জ জেলা।

সুনামগঞ্জে ঘুরতে আসা বেশীর ভাগ মানুষেরই মূল বিষয়বস্তু থাকেঃ

টাংগুয়ার হাওর
লাউরেরগড়
বারিক্কা টিলা
জাদুকাটা
কোয়রি লেক
লাকমাছড়া
শিমূলবাগান ইত্যাদি।

কিন্তু আমি গিয়েছিলাম একদিনের জন্য।

একদিনে ঘুরেছি টাংগুয়ার হাওর, বারিক্কা টিলা,টেকের ঘাট, জাদুকাটা নদীতে।

বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে সুনামগঞ্জ আসুন। ঢাকা থেকে এনা, হানিফ, শ্যামলী, মামুন সহ বিভিন্ন কম্পানির গাড়ি ছাড়ে। নন এসি ২০০ থেকে ৫৫০ টাকা পর্যন্ত। আর এসি ৮৫০ টাকা সর্বোচ্চ। যাত্রাস্থল মহাখালী, ফকিরাপুল অথবা সায়েদাবাদ। রাতের গাড়িতে উঠা ভাল। তাহলে সকালে পৌছাবেন। সকাল ৬ টায় আপনি সুনামগঞ্জ পৌছে যাবেন।

সেখানে সুরমা ব্রিজে যাবেন।

সেখানে CNG পাবেন। বলবেন টাঙ্গুয়ার হাওর এর তাহিরপুর ঘাটে নিয়ে যেতে। ৫০০-৭০০ টাকা নিবে রিজার্ভ। সময় লাগবে ১ ঘণ্টার মতো। সেখানে গিয়ে সকালের নাস্তা করে নেন। তারপর ঘাটে অনেক ট্রলার পাবেন।

১ দিনের জন্য সকাল থেকে সন্ধ্যা রিজার্ভ ১৫০০ থেকে ২০০০ টাকার মত পরবে।

দুপুরের খাবার খেতে চাইলে ট্রলারের লোকদের সাথে কথা বলে নেন। তারা ভাল রান্না করতে পারে। আমাদের প্রতিজনের ১০০ টাকা পরেছিল।

তারপর যাত্রা শুরু করেন। আপনি যাত্রাশুরু করার পরে মনোমুগ্ধকর অনেক দৃশ্য আপনার চোখ জুড়াবে।

তারপর এক এক করে টাংগুয়ার হাওর,বারিক্কা টিলা,টেকের ঘাট, জাদুকাটা নদী ঘুরে ফেলুন।

চাইলে গোসলটা করে নিতে পারেন জাদুকাটা নদীতে। নদীর পানি অনেক স্বচ্ছ।

বারিক্কা টিলার ওপারে মাঝিকে নামিয়ে দিতে বলুন।তারপর বাজারে লেগুনা পাবেন। জনপ্রতি ৫০ টাকা করে নিবে। চলে যান সুনামগঞ্জ শহরে। সেখান থেকে রাতের বাসে করে ঢাকা।

দয়া করে কোথাও ময়লা ফেলবেন না । পরিবেশ সুন্দর রাখুন