UAE Multiple Entry Visa (Self Apply) By Zaber Mahbub

এই সুন্দর লেখাটি লিখেছেন Zaber Mahbub, আশা করি আপনাদের সবার কাজে আসবে

আমি আগে কখনো UAE যাইনি! তাই এবার প্রথমবারের মত নিজে ভিসা এপ্লাই করার চেস্ট করলাম! UAE থেকে আসেপাশের দেশ গুলির এয়ারফেয়ার কম, তাই ভাবলাম সিঙ্গেল এন্ট্রি না করে মাল্টিপল এন্ট্রি নিয়ে ফেলি!

প্রথমে বেশ কিছু এজেন্সিতে যোগাযোগ করলাম! কিছু এজেন্সি দাবি করল প্রথমবার সিঙ্গেল এন্ট্রি দেয় – মাল্টিপল দিবেনা!

শেয়ারট্রিপ এ দেখি লিখা জনপ্রতি ১ লাখ টাকা ডিপোজিট লাগবে যা আমার কাছে অত্যন্ত ন্যাক্কারজনক মনে হয়েছে!

Emirates, Etihad, Icp Smart Services সহ বিভিন্ন যায়গায় ভিসার ফি দেখলাম ভিন্ন ভিন্ন! এর মধ্যে emirates থেকে এপ্লাই করতে হলে তাদের নিজের কনফার্ম রিটার্ন টিকেট লাগে! এদের ভিসা ফি কিছুটা কম!

Dubai City Tour & The Top Burj Khalifa
UAE City

 

Etihad এর ক্ষেত্রে দেখলাম তাদের এয়ারলাইন্সের টিকেট লাগেনা! যেকোন এয়ারলাইন্সের টিকেট হলেই চলবে! আর যেকোন এয়ারপোর্ট দিয়েই প্রবেশ করা যাবে! সিঙ্গেল এন্ট্রি ৩৫০ দিরহাম (10k bdt) আর মাল্টিপল এন্ট্রি ৬৫০ দিরহাম (18.5k bdt)! তবে নিশ্চিত ছিলাম না বাংলাদেশিদের জন্য এটা প্রযোজ্য কিনা! যেহেতু Dropdown List এ বাংলাদেশ ছিল -তাই মনে হয়েছে দিবে!

বেশ কিছু এজেন্সিতে যোগাযোগ করলাম! তারা ৩০ থেকে ৪০কে চেয়েছে মাল্টিপল এন্ট্রির জন্য যা কোনভাবেই যৌক্তিক মনে হয়নি! UAE ভিসাতে কোন ধরনের সার্ভিস এর প্রয়োজন নেই! কেবল এপ্লাই করে দিবে – এর জন্য এত হিউজ ফি অত্যন্ত বেশি মনে হয়েছে!

এক এজেন্ট তো হো হো করে হেসেই উড়িয়ে দিল – বলল –

emirates, etihad কখনো বাংলাদেশিদের ভিসা দেয়না! এসব লিখেই রাখে! আমাদের কাছে ৯০০ দিরহাম শুধু এপ্লিকেশন ফিই নেয় – ইন্স্যুরেন্স সহ ৪০কে লাগবেই! আপনারা কই থেকে পান এসব??? এগুলি ভুয়া! আপনি এপ্লাই করলে কক্ষনো ভিসা আসবেনা! আমরা জানি এইগুলা!

শব্দ চয়ন আর ভাষার উপহাসে অপমানিত ও লজ্জিত হয়ে সিদ্ধান্ত নিলাম, নিজে নিজেই নিজের ভিসা করব! যদি রিজেক্ট করে তাহলে সিঙ্গেল এন্ট্রি নিব – যদি তাও রিজেক্ট করে তাহলে ফ্লাইট ক্যান্সেল করে ট্যাক্স রিফান্ড নিব! দরকারে ওই সময়ে southeast asia তে ঘুরে আসব! Thailand, Malaysia, Cambodia, Laos, Myanmar, Philippines ইত্যাদি ভিসা নিজে নিজেই করা যায়! এজেন্সি সার্ভিস দিয়ে চার্জ নিবে – এটাই লজিক্যাল! কিন্ত মিডল ইস্টের ভিসার ক্ষেত্রে প্রচুর ভুল এবং মিথ্যা তথ্য দেয় অনেক এজেন্সি যা দুক্ষজনক! southeast asia এর দেশগুলির ভিসা এজেন্সি থেকে করলে তারা কেবল একটা ফিক্সড সার্ভিস চার্জ নেয় – কোন মিথ্যা তথ্য দেয়না!

তো নিজের উপর আস্থা রেখে গতকাল Etihad এ এপ্লাই করলাম! রিসেন্ট ছবি, পাসপোর্ট কপি, ট্যুর আইটেনারি, এন্ট্রি-এক্সিট টিকেট (আমার এন্ট্রি এবং এক্সিট দুইটাই থার্ড কান্ট্রি ছিল)! এর সাথে দিয়েছিলাম ইন্স্যুরেন্স! ট্রাভেল পিরিওড এর চেয়েও কিছুটা বেশিদিনের ইন্স্যুরেন্স দিয়েছি! ইন্স্যুরেন্স করেছি GIG Gulf থেকে! কমেন্ট এ লিংক দিয়ে দিচ্ছি! দিনপ্রতি প্রায় ১ ডলারের মত নেয়! ৩০ দিনের দিতে পারেন ইন্স্যুরেন্স!

এপ্লাই করে কার্ডের ফি সহ ৬৬৫.৩৬ দিরহাম (১৯কে+-) কেটে নিল! সাথে সাথে ট্রাকিং আইডি সহ মেইল চলে আসল!

কয়েক ঘন্টা পরেই মেইল আসল। শিরোনাম – Application returned for modification!

মেইলে লিখা –
“Please upload the following documents : Previous UAE Visa with entry and exit stamp (or) GCC Valid Resident Visa (or) Valid Us or UK or Schengen Visa”

দেখে খুব অবাক হয়ে গেলাম! UAE ভিসার সাথে এগুলির রিলেশন কই?

আমি তৎক্ষণাৎ একটা লেটার লিখলাম! সেখানে প্রথমে – আমি কে? কি করি? এসব লিখলাম! আমার প্রফেশনাল লাইফ নিয়েও লিখলাম! আমার স্যালারি, চাকরির বয়স উল্লেখ করলাম! লেটারের সাথে আমার salary account statement, tax return certificate ও দিলাম!

আমি কেন UAE যেতে চাই এবং কেন মাল্টিপল লাগবে তাও উল্লেখ করলাম! আমার সাথে আমার wife যাবে – তার ডিটেইলস ও লিখলাম!

এরপর আমি পূর্বে যেসব দেশ ভ্রমণ করেছি-সেগুলি উল্লেখ করলাম! লেটারে সেগুলির কপি এটাচ করে দিলাম!

একেবারে শেষ প্যারায় লিখলাম –
আমার কোন us/uk/schenghen/previous uae ভিসা নেই! এটা আমার প্রথম ভিজিট! আমার বোধগম্য নয় কেন এগুলি লাগবে? কোন আমেরিকান যদি UAE আসতে চায় – তাহলে তার জন্য কি Bangladesh/India এর ভিসা লাগবে কিনা?

এরপর উল্লেখ করলাম – আমাকে যেন দ্রুত ভিসা দেয়া হয়, কেননা আমার ফ্লাইট নন-রিফান্ডেবল এবং অল্প কিছুদিন পরেই!! এরপর কিছুটা দ্বিধাদন্ধ নিয়েই সাবমিট দিলাম!

কয়েকঘন্টা পরেই মেইল আসল – আপনার রিকোয়েস্ট আপডেট হয়েছে! ট্রাকিং লিংকে গেলাম! দেখি আমার লেটার পড়ার ৪ মিনিট পরেই তারা ভিসা অনুমোদন দিয়েছে! দ্রুত ভিসার কপি নামিয়ে নিলাম!

আমি কমেন্টে Etihad, Emirates, ICP Smart Services এর লিংক দিয়ে দিব! আশা করি আপনারাও এখন থেকে নিজের ভিসা নিজেই করবেন!
#HappyTravelling

 

Few Notes:
1. UAE ভিসার ফর্মে নিজের নামের পরে বাবার নাম যুক্ত করে দিতে হয়! আপনার নাম Oniket Prantor আর বাবার নাম Kazi Faisal Ahmed হলে ভিসা ফর্মে আপনার ফুল নাম হবে Oniket Prantor Kazi Faisal Ahmed. এই নিয়ম, নারী, পুরুষ সবার জন্যই (বিবাহিত/অবিবাহিত সবার জন্য)
2. “Applicant Info” পেজে Profession field এ আপনার বেজ প্রফেশন লিখলে সার্চে অনেক অপশন আসে! সেখান থেকে যথাযথ চুজ করবেন!
3. “Address Info” পেজে দুইটা ফোন নাম্বার লাগে! একটা ফোন নাম্বার আর একটা ল্যান্ড লাইন নাম্বার! হোটেলের নাম্বার দিবেন! সেম নাম্বারেই একটা ডিজিট কম হবে! এদের ফরম্যাট +971 0x xxx xxxx (landline), +971 05x xxx xxxx (mobile). মোবাইল নং এর এক ডিজিট বাদ দিলেই হবে!
4. Tour itinerary আর hotel booking (unpaid) copy একসাথে merge করে এক pdf এ দিতে পারেন!
5. Flight booking (unpaid) copy দিবেন!
UPDATE: আমার পোস্ট দেখে অনেকেই unpaid flight booking দিয়ে এপ্লাই করে সিঙ্গেল এন্ট্রি ভিসা পেয়েছে! ফ্রেশ পাসপোর্টে সিঙ্গেল এন্ট্রি এপ্লাই করাই সেফার!

নোট : কৈ যান এ প্রকাশিত আর্টিকেল ছবি বিভিন্ন গ্রূপ, পেজ, ইন্টারনেট থেকে নেয়া, শুধুমাত্র তথ্য এবং ধারণার জন্যই “কৈ যান” সংরক্ষণ করে থাকে, লেখার সাথে তথ্য, দাম, তারিখ অমিল থাকলে “কৈ যান” দায়ী থাকবে না। ধন্যবাদ