যমুনা নদীতে নৌকা ভ্রমন

যমুনা নদীতে নৌকা ভ্রমন

১ দিনের ট্যুরে যমুনা নদীতে নৌকা ভ্রমন সহ রিসোর্ট ঘুরে আসুন।

যেভাবে যাবেন

খুব সকালে বের হয়ে যাবেন ঢাকা থেকে ট্রেনে অথবা মহাখালী বাস স্ট্যান্ড থেকে সিরাজগঞ্জ অথবা উওরবঙের যেকোন বাস পাবেন। ভাড়া জন প্রতি ১৫০-২০০ টাকা অথবা (কল্যানপুর থেকে টাঙাইলের এসি বাস পাবেন সোনিয়া/সকাল সন্ধ্যা ভাড়া জন প্রতি ২৫০/- নিবে।এরপর টাঙাইল বাস স্ট্যান্ডে নেমে ১০ টাকা দিয়ে রাবনা বাইপাস যাবেন। এর পর টাঙাইল বাইপাস থেকে ৩০ টাকা দিয়ে বঙবন্ধু সেতুর পূর্বপাশে নামবেন) ইব্রাহিমাবাদ
(এসি বাসে গেলে আপনাকে কষ্ট করতে হবে। না হলে ডিরেক্ট বাসে চলে আসবেন সেতুর পূর্ব পাশে সরাসরি)

সেখান থেকে যমুনা নদীর ঘাটে যাওয়ার জন্য ভ্যান পাবেন…জন প্রতি ১০ টাকা করে নিবে অথবা আপনি ঘাটে আগে না যেয়ে যমুনা রিসোর্টে যেতে পারবেন…পার্কের ভিতরে প্রবেশ করতে জন প্রতি ৬০ টাকা নিবে..পার্কের ভিতরে অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ হয়ে যাবেন 😍।(কাপলদের জন্য পারফেক্ট প্লেস) 🙈

এর পর নৌকা ঘাটে যাবে ভ্যানে ১০ টাকা জন প্রতি নিবে. ঘাটে যাওয়ার পর নৌকা ভাড়া করার জন্য দামাদামি করতে হবে
নৌকা ভাড়া সর্বোচ্চ ৪০০ টাকা পড়বে ১-১.৩০ ঘন্টার জন্য…আপনাকে ব্রিজের নিচ দিয়ে ঘুড়িয়ে দ্বীপে নিয়ে যাবে।সেখানে নেমে গোসল করতে পারবেন…দ্বীপ ঘুড়ে দেখতে পারবেন।কিছুটা মনপুরা ছবির মত প্লেস। ঘাসের রাজ্যে হারিয়ে যাবেন।খুব নিরিবিলি পরিবেশ অসম্ভব সুন্দর জায়গা…😍😊
নৌকা ভ্রমন করে এসেও রিসোর্ট ঘুড়ে দেখতে পারবেন….

ওখান থেকে আবার ইব্রাহিমাবাদ চলে আসবেন ভ্যানে।সেখানে ভাল মানের হোটেল পাবেন না…তবে খাওয়ার জন্য চলবে আরকি। ওখান থেকেই বিকেলের মধ্যে ঢাকার উদ্যেশ্যে বাসে অথবা ট্রেনে /বাসে উঠে যাবেন ইব্রাহিমাবাদ থেকে।

টোটাল খরচঃ
বাস/ট্রেন–১৫০-২০০/-
ভ্যান ভাড়া-৪০/-(প্রতি বার ১০ টাকা করে)
রিসোর্ট এ ঢুকতে -৬০/-
নৌকা-৪০০/-(১৫০-২০০ টাকায় ও পারবেন শুধু ব্রিজের নিচ দিয়ে ঘুড়িয়ে আসবে।আপনি দ্বীপে যাওয়ার চেষ্টা করবে)

১০০০ হাজার টাকায় কভার করতে পারবেন….জন প্রতি

ফোন দিয়ে ছবি গুলো তোলা।৫ টির বেশি ছবি দেওয়া যায় না গ্রপের নিয়ম অনুযায়ী তাই কারো কোন ইনফরমেশন জানার থাকলে নক করতে পারেন)

বি:দ্র-সিকিউরিটি নিয়ে কেউ কোন টেনশন করবেন না।যমুনা রিসোর্ট মুলত পুরোটাই আর্মি দ্বারা নিয়ন্ত্রিত।
ধন্যবাদ