৭ দিনের সিকিম ভ্রমণ প্ল্যান

৭ দিনের সিকিম ভ্রমণ প্ল্যান

সিকিম ভ্রমণ / Sikkim Tour:

দিন ১ঃ শুক্রবার-
ঢাকা-শিলিগুড়ি। সন্ধ্যা ৭ টা, শ্যামলী পরিবহন ১৫০০ টাকা। বর্ডার চ্যাংড়াবান্ধা, দালাল খরচ ৩০০ টাকা।

দিন ২ঃ শনিবার-
শিলিগুড়ি পৌছাবেন দুপুর ২ টায়। শ্যামলী থেকে ফিরার টিকেট বুকিং করুন। লোকাল জীপে গ্যাংটকের উদ্দেশ্য যাত্রা, ভাড়া জনপ্রতি ২৫০, রিজার্ভ ২৫০০। জীপে প্রথম ২ টা এবং মাঝের ৪ টা সিটে বসার চেষ্টা করুন। র‍্যাংপো থেকে পার্মিশন নিতে হবে। রাত ৮ টায় গ্যাংটক। হোটেল ভাড়া ১৫০০ রুপি। আমরা “Jewel of the east” এ উঠেছিলাম।

দিন ৩ঃ রবিবার-
গ্যাংটক সাইট সিয়িং। সকাল ৮ টা। ট্যাক্সি রিজার্ভ ২৬০০ রুপি। এদিন দেখবেনঃ Hanuman tok, Ganesh tok, Tashi view point, Bakthang falls, Handicraft, Flower show, Ropeway, Nam nang view point, Tibet ology Museum, chozrten stupa, banjhakri falls, Rumptek monetary, zoo, Ranga monetary। ফিরে আসবেন সন্ধ্যা ৬ টায়। মার্কেটিং লালবাজারে।
এদিন নর্থ সিকিম যাওয়ার প্যাকেজ নিবেন। আমরা ১ রাত, ২ দিনের ৮ জনের প্যাকেজ নিয়েছিলাম ১৫,৫০০ রুপি দিয়ে।

দিন ৪ঃ সোমবার –
যাত্রা শুরু লাচুং এ-র উদ্দেশ্যে। পথে অনেকগুলো সুন্দর সুন্দর ঝর্ণা দেখা যাবে। রাত ৮ টায় পৌছাবেন।

দিন ৫ঃ মংগলবার-
ভোর ৫.৩০ এ যাত্রা শুরু। ইয়াংথাম ভ্যালি এবং জিরো পয়েন্টের উদ্দেশ্যে। আমরা ইয়াংথাম ভ্যালীতেই স্নোফল পেয়েছিলাম। আগের রাতে টেম্পারেচার ছিল -৭। জিরো পয়েন্ট যাওয়ার রাস্তা স্নোফলের কারনে বন্ধ ছিল। জিরো পয়েন্ট যাওয়ার জন্য ড্রাইভারকে আলাদা করে ৩০০০ রুপি দিতে হয়। দুপুরের খাওয়া খেয়ে গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা। পুনরায় হোটেলে উঠতে হবে। পরের দিন সাংগু লেক ঘুরার প্যাকেজ নিবেন।

দিন ৬ঃ বুধবার-
সকাল ১০ টায় সাংগু লেকের উদ্দেশ্যে যাত্রা শুরু। জিপ রিজার্ভ ভাড়া ৪০০০ রুপি। বিকেল ৩ টায় গ্যাংটক। বিকেল ৪ টায় শিলিগুড়ির লোকাল জীপে যাত্রা শুরু ভাড়া ২৫০ রুপি। রাত ৮ টায় শিলিগুড়ি। সেন্ট্রাল হোটেলে উঠেছিলাম ভাড়া ১২০০ রুপি।

দিন ৭ঃ বৃহস্পতিবার –
মার্কেটিং শিলিগুড়িতে। বিধান মার্কেট, হংকং মার্কেট, বিগবাজার। দুপুর ১.৩০ মিনিটে শ্যামলী পরিবহনের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে যাত্রা। ভাড়া ১১০০ রুপি।
বর্ডার খরচ ৩০০ টাকা।

দিন ৮ঃ শুক্রবার –
সকাল ৯ টায় ঢাকা।

আমার আড়াই বছরের (২.৫) বাচ্চা সহ মোট ৫ জন গিয়েছিলাম। ফোর স্টার হোটেলে ছিলাম গ্যাংটকে। আমাদের খরচ জনপ্রতি ১৫ হাজার টাকা। এ-ই খরচের ভিতর ঢাকার উবার ভাড়া, ভিসা খরচ, খাওয়া, এন্ট্রি ফি, বর্ডার খরচ সহ টুকিটাকি মার্কেটিং অন্তর্ভুক্ত।

সিকিম অত্যন্ত সুন্দর শহর। বরফ ঘেরা নর্থ সিকিম সহ পুরো সিকিমে ময়লা চোখে পড়ে নি। ময়লা না ফেলে সুন্দর শহরকে সুন্দরেই রাখি।