সিলেটের খুব কাছেই এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম

আমাদের সিলেটের খুব কাছেই মাউলিনং ভিলেজ যা ইন্ডিয়া তে অবস্থিত এবং এই গ্রাম এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম।।

এই গ্রাম পরিষ্কার কিন্তু সরকার করে নাই করেছে গ্রাম বাসী।
তারা তাদের গ্রাম কে সবসময় পরিষ্কার করে রাখে এাছাড়া নানপ্রজাতির ফুল গাছ লাগিয়ে সুন্দর সুন্দর বাড়ি তৈরি করে একটি পর্যটক বান্ধব গ্রাম তৈরি করেছে।
শুধু এই পরিচ্ছন্নতা দেখার জন্যই হাজার হাজার দেশী বিদেশি পর্যটক এখানে ভীড় জমায়।

চেষ্টা করলে আমারাও কিন্তু পারি নিজের এরিয়াকে পরিষ্কার রাখতে।

এখানে যাবার প্ল্যান

সিলেট থেকে ডাউকি বর্ডার বর্ডার ক্রস করে ২০০০-২৫০০ টাকা নিবে অপডাউন জীপ ভাড়া।

যাবার সময় বরহিলস ফলস,উমক্রেম ফলস ও লিভিং রুট ব্রিজ দেখে যেতে পারবেন।

খুব কম খরচেই এখান থেকে ঘুরে আসতে পারবেন।

এখানে রাতের থাকার ও ভালো ব্যাবস্থা আছে ১০০০-২০০০ রূপি দিয়ে বেশ আরামআয়েশে থাকতে পারবেন।আর খাবার খরচ ১৫০-২০০ রূপি প্রতিবেলা।

তবে রাত ৯ টার পর সব বন্ধ হয়ে যায় তাই তার আগেই খাবার বা ঘোরাঘুরি শেষ করতে হবে।

মনে রাখবেন এখানে ময়লা ফেলা নিষেধ এর আগেও কয়েকজন বাংলাদেশী ময়লা ফেলে বেশ আপমানিত হয়েছে।

যেখানেই বেড়াতে যাবেন পরিবেশ নোংরা করবেন না সাথে একটা পলিথিন রাখবেন আর সেখানে ময়লা জমিয়ে নির্দিষ্ট জায়গা তে পরে ফেলবেন।